বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম ১১ আসন দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম কে বিজয়ী করতে নৌপরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ বন্দর ইসলামী শ্রমিক সংঘের নৌ পরিবহন সেক্টরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেক্টর সভাপতি ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম এগার আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদরঘাট থানার আমীর মুহাম্মদ আব্দুল গফুর, ওয়ার্ড আমীর কবির আহমদ, নৌ পরিবহন সেক্টরের সহ-সভাপতি জনাব নুরুল ইসলাম মাস্টার এবং সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মাস্টার প্রমুখ।
এস এম লুৎফর রহমান বলেন, এ আসনে রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে অসংখ্য শ্রমিক অত্র এলাকায় বসবাস করে। বিশেষত নৌপরিবহন শ্রমিকদের একটি বড় অংশ অত্র এলাকায় বসবাস করে। এই ভোটাররাই আগামী দিনে এখানের সংসদ সদস্য নির্বাচন করবে। এই সকল শ্রমজীবী মানুষের কাছে শফিউল আলম ভাইয়ের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার নতুন। ইতিহাসের এই নতুন বাক বদলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারা পরিবর্তন করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিকল্প নেই। আমাদেরকে এখন প্রতিটি সময় ধরে ধরে জনগণের কাছে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরতে হবে। আমরা বিশ্বাস করি জামায়াতের প্রার্থীদের সততা ও যোগ্যতা প্রতি জনগণ আস্থা রাখবে এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে সুযোগ প্রদান করবে।
বিশেষ অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, তিনি কাউন্সিলর হিসেবে অত্র এলাকার নৌ পরিবহন শ্রমিক সহ সকল মানুষের জন্য যেভাবে দিনরাত কাজ করেছেন ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচিত হলে অতীতের ধারাবাহিকতা বজায় রাখবেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের তার কন্ঠ সর্বদা উঁচু থাকবে। শ্রমিকের মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সর্বদা সম্মুখ সাধিতে অবস্থান করবেন।