অঙ্গ হারানোর প্রতিদান জান্নাত

আনাস (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার বান্দাকে তার প্রিয়তম দুটি জিনিস দ্বারা (চোখ থেকে বঞ্চিত করে) পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে আমি তাকে এই দুটির বিনিময়ে জান্নাত প্রদান করব।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৫৩)

শিক্ষা
হাদিস গবেষকরা বলেন,
১. চোখ আল্লাহর দান ও অনুগ্রহের মধ্যে মহামূল্যবান দান।
২. যে ব্যক্তি চোখ বা অন্য কোনো অঙ্গ হারানোর পর ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাঁকে জান্নাত দান করবেন।
৩. হাদিসে চোখকে প্রিয়তম দুটি জিনিস বলা হয়েছে। যা দ্বারা মানবজীবনে দৃষ্টিশক্তির গুরুত্ব প্রমাণিত হয়।
৪. যে কোনো বিপদে মুমিন ধৈর্যধারণ করবে এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান প্রত্যাশা করবে। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)

Leave a Comment