রাজনীতি আমার কাছে জনসেবার সর্বোত্তম মাধ্যম” অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরহাট পৌর শাখার উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার বিকেলে ৬নং ওয়ার্ডের বাঁধের পাড়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি থেকে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন।

সভায় সভাপতিত্ব করেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাস্টার সারোয়ার কামাল দৌলত এবং সঞ্চালনা করেন নাজিরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, পৌরসভা ৬নং ওয়ার্ড সভাপতি ফারুক ও সেক্রেটারি আকতার হোসেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, নাজিরহাট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাহবুব আলম, ইব্রাহিম, মাহমুদ,দুলাল, কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য কর্মী-সমর্থক।

সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থা উন্নয়ন, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই আগামী নির্বাচনে তিনি জনগণের আস্থা ও ভালোবাসায় বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “রাজনীতি আমার কাছে জনসেবার সর্বোত্তম মাধ্যম। আমি যদি জনগণের দোয়া ও ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ফটিকছড়িকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করতে সর্বশক্তি নিয়োগ করব।”

সভায় বিপুল সংখ্যক তরুণ ভোটারসহ স্থানীয় জনগণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। এর আগে তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করে ভোটারদের সমর্থন কামনা করেন।

 

Leave a Comment