এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনকারী শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে, সকাল থেকে ঐ এলাকায় অবস্থান নিতে শুরু করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আন্দোলনকারীদের প্রেসক্লাব ছেড়ে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। কিন্তু এরপরও সড়ক ছেড়ে না গেলে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে প্রেসক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, কয়েকজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা করা বা আটক রাখার ইন্টেনশন নেই। অধিকাংশই শিক্ষকই চলে গেছেন। কিছু এদিক-সেদিক আছে।

Leave a Comment