গতকাল মঙ্গলবার রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল না, তারাও এখন রয়েছে। এমনকি যারা চাঁদাবাজি করছে, তারা অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য।’
তিনি আরো বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না’।”
পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারিতে ফেরার সম্ভাবনা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই ফেরত আসতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।’
তিনি বলেন, ‘টাকা যারা পাচার করে, তারা খুবই কৌশলী। বিষয়টি খুব জটিল। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরো বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া কোনো সরকার এড়াতে পারবে না। এটা আন্তর্জাতিক প্রক্রিয়া, বাঁধাধরা নিয়মে চলতে হয়। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে। কিছু বিদেশি অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজও করা হয়েছে।’
পাচার হওয়া টাকার পরিমাণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে পারবেন।’
রূপপুর চালু ডিসেম্বরে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে ডিসেম্বরে—এমনটাই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।
‘মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই’
আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। এখনো তারা আমার রুম রেখেছে, গাড়িও ফেরত নেয়নি। ড্রাইভার মাঝেমধ্যে ফোন করে জানতে চায়, ‘স্যার, গাড়ি আনব?’ এটা আমার জন্য বড় স্বস্তির জায়গা।”
খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে তিন পরিবারের একটি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশে এখনো শিশু ও মায়েদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।’
তিনি বলেন, ‘আমরা কিছুটা নিউট্রিশনের ঘাটতি কাটানোর চেষ্টা করছি। জেলেদের জন্য চাল বরাদ্দসহ বিশেষ ট্রাকে পণ্য সরবরাহ করা হচ্ছে। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এখনো সুষম নয়। চালের ওপর নির্ভরতা বেশি, আমিষ গ্রহণ কম। ডিমের মতো আমিষ এখনো অনেকে কিনতে পারছে না।’