চট্টগ্রাম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খুলেছে অফিস-আদালত: রয়েছে ছুটির আমেজ

প্রকাশ: ১২ জুলাই, ২০২২ ৫:৩৮ : পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ার বাজার খুলে দেওয়া হয়েছে। তবে অফিসে উপস্থিতির হার খুবই কম। যারা উপস্থিত হয়েছেন তাদের পরস্পরের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মূলত যারা রাজধানী ছেড়ে যাননি, তারাই নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলোতে যারা বাড়ি যান, তাদের অনেককে সরাসরি ব্যাগ নিয়ে অফিসে আসতে দেখা গেছে।

সকাল ১০টা থেকে ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত । আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবশ্য ঈদের ছুটির পর প্রথম দিন ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও গ্রাহক উপস্থিতি খুবই কম। কর্মকর্তাদের উপস্থিতিও অনেকটাই কম। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে থাকবে ছুটির আমেজ।

১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হয়। এ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল। এর আগে ৮ তারিখে ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ছুটি শেষ হয়েছে সোমবার।

Print Friendly and PDF