চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশ: ১৭ জুলাই, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

আগামী ১৫ই সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের  পরীক্ষা শুরু হবে। আর নভেম্বরের শেষে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

আজ (রোববার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

এসময় তিনি বলেন স্থগিত হওয়ার আগে এএসএসসি ও সমমানের পরীক্ষার যে সিলেবাস দেয়া হয়েছিলো সেই সিলেবাসেই পরীক্ষা অনুষ্ঠিত। এছাড়া আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে বই সরবরাহ করা হবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯শে জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

Print Friendly and PDF