চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শরীরের যে অংশে বয়সের ছাপ প্রথমে পড়ে

প্রকাশ: ১১ এপ্রিল, ২০২২ ৯:৫৬ : পূর্বাহ্ণ

বয়স বাড়লে তার ছাপ চেহারায় পড়বে এটাই স্বাভাবিক। গবেষকরা বলছেন, মানুষের শরীরে বয়সের ছাপ প্রথম দেখা দেয় মূলত ছয়টি অংশে। তার মধ্যেও সবচেয়ে এগিয়ে আছে আপনার হাতটিই।

দেখা যায়, অধিকাংশ মানুষ হাতের যত্ন সবচেয়ে কম নেন।

রোজ ক্রিম লাগানো বা প্রয়োজন মতো গ্লাভস পরে থাকার অভ্যাস খুব কম মানুষেরই রয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, সে কারণেই হাতে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে।

 

এছাড়া বয়সের ছাপ শরীরের আরো পাঁচটি অংশে আগে দেখা যায়। সেগুলো হলো মুখ, গলা, চোখের পাতা, চুল ও কনুই।

Print Friendly and PDF