চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৫ মে, ২০২২ ১২:১৯ : অপরাহ্ণ

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আসলে বিএনপিকে নির্বাচন ভীতি পেয়েছে, এজন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।

বুধবার (২৫ মে) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করতে চায় না, ভরাডুবির কারণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ, গাজীপুর-৪ আসনের এমপি বেগম সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কবি পৌত্রী খিলখিল কাজীসহ অন্যান্যরা। এর আগে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

Print Friendly and PDF