চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়’

প্রকাশ: ২৫ মে, ২০২২ ১২:২৩ : অপরাহ্ণ

সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়।

বুধবার (২৫ মে) জাতীয় কবির ১২৩ তম জন্মবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন কবি পরিবারের সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। বুধবার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নজরুল সমাধিসৌধে শ্রদ্ধা জানান আরও অনেকেই। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও।

জন্মদিন উদযাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

Print Friendly and PDF