চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবার একসঙ্গে গাইলেন হিরো আলম ও কাঁচা বাদামের ভূবন বাদ্যকর

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ৯:৪২ : পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে জুটি বাঁধলেন এপার বাংলার হিরো আলম। হাউ ফানি! কোনো মজার দৃশ্য নয়, এমন একটি গানে কণ্ঠ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক আলোচিত-সমালোচিত হিরো আলম ও ভূবন বাদ্যকর।

কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে চলছে গানটির রেকডিং। কিছুদিন আগে হিরো আলম বলেন, ওপার বাংলায় গিয়ে কাজ করবেন তিনি। শুক্রবারই কলকাতায় পা রেখেছেন হিরো আলম। কিন্তু কেন হঠাৎ কলকাতায় আসা? প্রথমে এই প্রশ্নের জবাব দিতে চাননি আলম। পরে শনিবার আর কোনো রাখঢাখ করেননি আলম।

তিনি জানান, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করছেন তিনি। এই গানটি লিখেছেন এফএ প্রীতম এবং সুরকার অজিত সাহিন।

এদিন রেকর্ডিং স্টুডিওতে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকরের স্ত্রীও। হিরো আলম বলেন, আমরা দু’জনই ভাইরাল। তাই একসঙ্গে গান করছি। এই গানও ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। এই গানের উপর ভিডিও নির্মাণ হবে বলে জানা গিয়েছে। সেই পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

Print Friendly and PDF