প্রকাশ: ৩ জুন, ২০২২ ৯:৪৫ : পূর্বাহ্ণ
সিএনজিচালিত অটোরিকশায় মাওয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চাঁদপুরের নিহতরা হলেন- সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), পল্লি বিদ্যুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার সিফাত (২০)।
হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিস্তারিত আসছে…