চট্টগ্রাম, শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ না থাকার সুযোগে ছিনতাই, গ্রেপ্তার ২৪

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২২ ৬:৪৫ : পূর্বাহ্ণ

বিদ্যুৎ না থাকার সুযোগ ছিনতাই, গ্রেপ্তার ২৪

র‌্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার(৫ অক্টোবর)র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগ পেয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকালে আসামীদের নিকট হতে সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নিয়মিতভাবে এসব এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল এবং গতরাতে বিদ্যুৎ না থাকায় সুযোগ গ্রহণ করে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে।

Print Friendly and PDF