চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২২ ৭:২৫ : পূর্বাহ্ণ

লাতিফুর রহমান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ। সোমবার দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়েছেন তিনি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ন হয়েছেন। গুয়াগাঁও মহল্লার বাসিন্দা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সামাদ দুই পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। এখন পীরগঞ্জ এস আই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনির ছাত্র।

কাউন্সিলর আব্দুস সমাদ জানান, পারিবারিক সমস্যার কারনে বাল্যকালে তিনি পড়া লেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে তাকে মিশতে হচ্ছে। সমাজের সাথে তাল মিলাতে তার প্রতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে-এমন অনুভব থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তার। এটা তার জন্য জরুরী ছিল। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনাও রয়েছে তার।

Print Friendly and PDF