চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

প্রকাশ: ২৫ মে, ২০২২ ৮:২২ : পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কটুক্তি মূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার রাত ৮টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় জেলা দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। পরে চৌরাস্তায় প্রায় ঘণ্টাখানেকেরো বেশি সময় অবস্থান করে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
এসময় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার, সহ-সভাপতি সৃজন গুহ ঠাকুরতা, জিএম সুফি নিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দত্ত, এন এ নিউমুন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান মেহেদী, মর্জিনা আক্তার রিতু প্রমুখ।
প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির ছাত্রদলের কটুক্তি মূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না। প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কোনরকম উল্টাপাল্টা কথা বললে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
এছাড়াও এসময় জেলা ছাত্রলীগের অন্যান্য কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF