চট্টগ্রাম, শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে

প্রকাশ: ১২ মে, ২০২২ ১০:৩৩ : পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুল রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ মে) দুপুরে জেলা কারাগার থেকে পীরগঞ্জ থানায় এনে মোটরসাইকেল চুরি মামলার আসামী ও পৌর কাউন্সিলর রাজ্জাককে রিমান্ডে নিয়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির তথ্য জানতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলাউদ্দীন।

ওসি আরও বলেন, রাজ্জাকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪৬টি মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে তারাবী নামাজের সময় মোটরসাইকেল চুরি করার সময় আব্দুল রাজ্জাককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। বিক্ষুব্ধ জনতার হাত থেকে পরে পুলিশ তাকে উদ্ধার করে। এতে পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করে পরদিন ১৭ এপ্রিল জেল হাজতে পাঠানো হয় রাজ্জাককে।

Print Friendly and PDF