চট্টগ্রাম, শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

১০০ বছরেও কোনও ক্ষতি হবে না পদ্মা সেতুর: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ: ২৫ জুন, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বিশ্ব স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন পদ্মা সেতু। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ১০০ বছরেও এ সেতুর কোনও ক্ষতি হবে না।

শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা অল্প সময়ে এ কাজ শেষ করতে পেরেছি। নেপথ্য কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে  প্রতিষ্ঠা করেছেন উনি।

এসময় দুই পাড়ের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ৪০ বছরের চাকরিজীবনে অনেক প্রকল্পে কাজ করেছি। কিন্তু এরকম করিনি। আমি দেখেছি, পদ্মা সেতুর জন্য অনেকে নিজেদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে দিয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সেখানে জীবনের ৫০ বছর কাটিয়েছে তারা। অথচ সেসব বাসিন্দা সেই আবেগের জায়গা ছেড়ে দিয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে।এখন তাদের কোনও দুঃখ নেই। তারা ভিটেমাটি হারিয়েও গর্ববোধ করছেন।

পদ্মা সেতু প্রকল্প নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব। ঐতিহাসিক এ মেগা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

Print Friendly and PDF