প্রকাশ: ২৫ জুন, ২০২২ ৬:৪৮ : পূর্বাহ্ণ
বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত অহংকার এবং গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এনইএইচআরএফ), চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমস এর মাননীয় চেয়ারম্যান মো: আব্দুল আজিজ মহোদয়। দেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন তিনি। হজ্ব পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মো: আব্দুল আজিজ। সেখান থেকেই এই বার্তা পাঠান তিনি।
বার্তায় আরও উল্লেখ করা হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণ এবং পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন কাঠামো তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে।