প্রকাশ: ৬ মে, ২০২২ ৯:৩২ : পূর্বাহ্ণ
ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ উদ্যাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেন ও লঞ্চে রাজধানীমুখী ভিড়। ফেরিঘাট ও মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ।
উৎসব শেষে প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে হুইসেল বাজিয়ে ফিরছে নগরবাসী। রেলস্টেশনে ফিরেছে চিরচেনা রুপ।
প্রতিদিন ৩৭টি ট্রেনে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ। সঙ্গে থাকছে স্পেশাল ট্রেন। ফিরতি পথের যাত্রাতেও স্বস্তি সবার।
এক যাত্রী বলেন, ট্রনে মোটামুটি সবাই আসছে, কোনো দাঁড়ানো লোক ছিল না। আমার কাজ আছে এ জন্য আগে আগে টিকিট কেটে ফিরলাম। পরিবারের সঙ্গে ঈদ করে ঢাকয় ফিরলাম ভালো লেগেছে।
সড়কপথেও বেড়েছে যাত্রীচাপ। অধিকাংশ মানুষের ছুটি শেষ হওয়ায় গাবতলী বাস টার্মিনালে ভিড় ছিল মানুষের। এখানেও কেউ দুর্ভোগের অভিযোগ করেননি।
আরেক যাত্রী বলেন, কালকে থেকে যাত্রী চাপ বাড়তে পারে এমন আশঙ্কা থাকায় আগে থেকেই চলে আসছি।
এদিকে মানিকগঞ্জের দৌলতদিয়ায় ফেরি এবং লঞ্চে রাজধানীমুখী মানুষের স্রোত। প্রতিটি লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। ৫০টির বেশি লঞ্চ দক্ষিণাঞ্চলের যাত্রী নিয়ে সকালে সদরঘাটে ফিরেছে।
সদরঘাটে আসা এক যাত্রী বলেন, অফিসের জন্য একটু আগে ভাগেই চলে এসেছি।
এবারের ঈদে প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে। রোববার সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান পুরোদমে খুলে যাবে।তাই শনিবার যাত্রীচাপ অনেক বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।