প্রকাশ: ৬ মে, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ
মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া (২৫) মেহেরপুর জেলার নীরব উদ্দিনের ছেলে এবং শাহাদাত হোসেন (২৮) একই ঠিকানার আরিফ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু শাহাদাতকে সঙ্গে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।