চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

প্রকাশ: ৬ মে, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া (২৫) মেহেরপুর জেলার নীরব উদ্দিনের ছেলে এবং শাহাদাত হোসেন (২৮) একই ঠিকানার আরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু শাহাদাতকে সঙ্গে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক।

 
শুক্রবার সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আশিক। গুরুতর আহত অবস্থা শাহাদাতকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহাদাতকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly and PDF