চট্টগ্রাম, শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ১ জুন, ২০২২ ১১:৪০ : পূর্বাহ্ণ

বিদ্যুৎ বিল ঠিকমতো পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় তিনি এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান সরকারি হলেও সংযোগ বিচ্ছিন্ন করতে বলেছেন প্রধানমন্ত্রী।

সকালে শুরু হওয়া একনেক বৈঠকে প্রায় দু’বছর পর স্বশরীরে উপস্থিত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নাম।

বৈঠকে পদ্মা সেতু শুরুর সময়ের নানা প্রতিকূলতার কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া নতুন সড়ক করার চেয়ে পুরনোগুলো মেরামতে গুরুত্ব দেয়ার নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান, জানান মন্ত্রী।

এ দিন একনেকে ২ হাজার ৬৬৫ কোটি টাকা ব্যায়ের নয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

Print Friendly and PDF