প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩ ৮:৪৫ : পূর্বাহ্ণ
রাজধানী টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বের আয়োজক দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলবী।