প্রকাশ: ১১ এপ্রিল, ২০২২ ৬:০৭ : পূর্বাহ্ণ
রোহিঙ্গা কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার বিকেলে গ্রেপ্তার মনির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।