চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীতে রাতে কোনো ভোট হবে না: সিইসি

প্রকাশ: ২৪ মে, ২০২২ ৬:২৩ : পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই নির্বাচন কমিশনের। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইভিএম শতভাগ নির্ভুল এটা এখনো নিশ্চিত নয়, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

তিনি আরও বলেন, গণমাধ্যমে বক্তব্য দেয়ার সময় নির্বাচন কমিশনারদেন দায়িত্বশীল হওয়া উচিত। এমন কোনো বক্তব্য দেয়া উচিত না, এমন কোনো কথা বলা ঠিক নয় যাতে কমিশন বিব্রত হয়, ইসির মর্যাদা ক্ষুণ্ণ হয়।

Print Friendly and PDF