চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না’

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২ ৮:২১ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সুষ্ঠু আর অবাধ নির্বাচন আমাদের স্বপ্ন। নামসর্বস্ব কিছু দলের নেতারা হুমকি দিচ্ছে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে। তারা দেশটাকে শ্রীলঙ্কা বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি

 

তিনি বলেন, এদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, অতীতেও পারেনি। আর তাই সহিংস আন্দোলনের হুমকি দেয়। জামায়াত ইসলাম তাদের তালাক দিয়েছে, তাদের ভোট ব্যাংক ফাঁকা হয়ে গেছে, চারদিক থেকে বিএনপি আতঙ্কে আছে ফলে সুষ্ঠু নির্বাচনে আসতে চায় না।

আব্দুর রহমান আরও বলেন, বিএনপির দুর্নীতি আর নোংরা রাজনীতির দায় জামায়াত নিতে চায় না বা রাজনৈতিক কৌশলও হতে পারে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে গেছে।

Print Friendly and PDF