প্রকাশ: ২ মে, ২০২২ ৭:০০ : পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের টানা ছুটিতে লাখো পর্যটক আসবেন বান্দরবানে। পর্যটকদের জন্য নতুন সাজে সেজেছে পর্যটন কেন্দ্রগুলো। পাশাপাশি সেজেছে শহরের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো। প্রতিটি পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল ও পর্যটকবাহী গাড়িগুলো অপেক্ষার প্রহর গুনছে।
সরেজমিনে দেখা গেছে, পর্যটকদের বরণ করতে জেলার মেঘলা, নীলাচলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র নতুনভাবে সাজানো হয়েছে। কোথাও কোথাও নতুনভাবে রং করে আনা হয়েছে নতুনত্ব। কোথাও গড়ে তোলা হয়েছে নতুন স্থাপনা। শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও পর্যটকবাহী চাঁদের গাড়িগুলোতে লেগেছে রংয়ের ছোঁয়া। এসব কিছু নজর কেড়েছে সবার।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে সমাগম ঘটবে লাখো পর্যটকের। এজন্য মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়সহ সব পর্যটন কেন্দ্র, শহরের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো আকর্ষণীয় করে সাজানো হয়েছে। পর্যটকদের বিনোদনের নতুনত্ব আনা হয়েছে।
জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র নতুনভাবে সাজানো হয়েছে
নীলাচলের ম্যানেজার অদিপ বলেন, ‘পর্যটকরা ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে আসবেন। ইতোমধ্যে নীলাচলকে সাজানো হয়েছে নতুন সাজে। বাড়ানো হয়েছে বাড়তি সুযোগ-সুবিধা ও নিরাপত্তা।’
হোটেল নাইট হেভেনের ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘পর্যটকদের কথা মাথায় রেখে আমাদের হোটেল সাজিয়ে রেখেছি। তবে ঈদে প্রচুর পর্যটক আসবেন বলে প্রত্যাশা করছি আমরা। এবার ঈদে ভালো ব্যবসা হবে।’
পর্যটকবাহী চাঁদের গাড়িগুলোতে লেগেছে রংয়ের ছোঁয়া
পর্যটকবাহী চাঁদের গাড়ির চালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পর্যটকদের জন্য অন্তত তিন শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এসব গাড়িতে পর্যটকরা নিরাপদে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারবেন।’
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, ‘ঈদের ছুটিতে প্রচুর পর্যটক বান্দরবানে আসবেন। সে লক্ষ্যে পর্যটন কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে। আশা করছি, পর্যটকরা নিরাপদে এসব পর্যটন কেন্দ্রে বেড়াতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছি। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’