প্রকাশ: ৯ জুলাই, ২০২২ ৪:৫৮ : পূর্বাহ্ণ
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত।
শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় জেলার সার্কিট হাউস এলাকায় ওই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এ ঈদ জামাতের ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। এতে নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ সময় ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিকে শরীয়তপুরের অন্তত ৩০টি গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে।
এছাড়া কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, গাজীপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নড়াইল জেলার শতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা।