প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ৬:২০ : পূর্বাহ্ণ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মদিনায় কুবা মসজিদের সম্প্রসারণ শুরু করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) দেশটির সরকারি সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
কুবা মসজিদ মুহাম্মদ (সা.) নির্মিত প্রথম মসজিদ বলে ধারণা করা হয়। বর্তমানে এই মসজিদ ৫ হাজার ৩৫ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত।
তবে সৌদি সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই মসজিদ ১০ গুণ বড় করা হবে। সেক্ষেত্রে সম্প্রসারণের পর মসজিদটির আকার হবে ৫০ হাজার বর্গমিটার।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সম্প্রারিত জায়গায় ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠার পর ‘কুবা মসজিদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সম্প্রসারণ’ হবে।
সৌদি আরবের ভিশন-২০৩০’র সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শণার্থীর সংখ্যা বাড়াতে এই সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি জীবনের মান এবং হজযাত্রীদের দেয়া পরিসেবাগুলোকে উন্নত করতে চায় সৌদি সরকার।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মসজিদটি সম্প্রসারণের পাশাপাশি এর আশপাশের ৫৭টি ঐতিহাসিক স্থান এবং ‘মহানবীর যাত্রাপথ’ ডেভেলপ এবং পুনরুজ্জীবিত করা হবে।