প্রকাশ: ২৩ মে, ২০২২ ১০:৪৫ : পূর্বাহ্ণ
অর্থনৈতিক সংকটের কারণে ওষুধ আমদানি করতে না পারায় দেশটিতে দেখা দিয়েছে ওষুধের চরম ঘাটতি। ফলে হাসপাতালগুলোতে অসুস্থ রোগীদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ওষুধের ঘাটতি পূরণ করা না গেলে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকরা। খবর রয়টার্স।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রয়োজনীয় ওষুধের ৮০ শতাংশ আমদানি করে থাকে। কিন্তু রিজার্ভ সংকটের কারণে ওষুধ আমদানি বন্ধ থাকায় ফুরিয়ে গেছে ওষুধের মজুদও।
ওষুধ সংকটের কারণে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর অনেক হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রাখা হয়েছে জটিল অপারেশনগুলো।
একজন ডাক্তার বলেন, ঠিক মতো ওষুধ না পেলে ক্যান্সার রোগীদের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। মাঝে মাঝে আমরা কিছু জটিল অপারেশন করার পরিকল্পনা করি। কিন্তু অপারেশন করার জন্য যেসব ওষুধ প্রয়োজন সেগুলো আমাদের সংগ্রহে নেই।
পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। ফলে অনেক রোগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে।
স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। পর্যটক বেষ্টিত অর্থনীতি নির্ভর দেশ শ্রীলঙ্কা। করোনার কারণে দীর্ঘ দুই বছর কোনা পর্যটক না যাওয়াতে বাড়তে থাকে সংকট। এ সংকটকে আরও বাড়িয়ে দেয় সরকারের কিছু উদ্ভট নীতি।