চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রমজানের শেষ জুমাতেও আল-আকসায় তাণ্ডব, আহত ৪২ ফিলিস্তিনি

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২২ ১০:৫০ : পূর্বাহ্ণ

মসজিদুল আল-আকসায় রমজান জুড়ে তাণ্ডব চালায় ইসরায়েলের দখদার বাহিনী। এতে আহত হয় অনেক নিরীহ ফিলিস্তিনি। আবার নতুন করে রমজানের শেষ জুমায় ইসলায়ের বাহিনী অভিযান চালালে ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। খবর আল জাজিরা।

রমজান মাসের শেষ শুক্রবার (২৯ এপ্রিল) জুমার দিন এ তাণ্ডব চালানো হয় বলে জানা গেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট শাখা জানিয়েছে, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ করলে তাদের প্রতিহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

Print Friendly and PDF