চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করলো চীন

প্রকাশ: ৬ আগস্ট, ২০২২ ৫:৫৪ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করলো চীন। স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিলো বেইজিং। খবর রয়টার্সের।

শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এখন থেকে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলার প্রচেষ্টার মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত রাখবে চীন।

এছাড়াও মার্কিন এবং চীনা প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে সংলাপও বাতিল করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতামূলক নানা কার্যক্রম স্থগিত করা হবে। পেলোসিসহ মার্কিন প্রতিনিধিদলের তাইওয়ান সফরকে ভয়াবহ উস্কানি হিসেবেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

Print Friendly and PDF