চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মুসলিমদের হয়রানি করা হলে হিন্দুরা বিপদে পড়বে: ঝাড়খণ্ডের মন্ত্রী

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২২ ১০:৫২ : পূর্বাহ্ণ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একজন মন্ত্রী বিতর্কিত এক মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। মুসলিমরা হয়রানির শিকার হলে হিন্দুরাও সমস্যায় পড়বে বলে মন্তব্য করেছেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হাফিজুল আনসারি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আনসারি বিতর্কিত মন্তব্য করে এবং হুমকি দিয়ে বলেন, যদি মুসলমানদের হয়রানি করা হয় তাহলে হিন্দুরাও সমস্যায় পড়বে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে যা করছে তা সবার ক্ষতি করবে।

ঝাড়খণ্ডের এই মন্ত্রী আরও হুমকি দিয়ে বলেন, আমাদের ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলে আপনার ৭০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ভারতে মুসলিম বিদ্বেষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন রাজ্যে বিশেষ করে কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে বিদ্বেষের শিকার হচ্ছে মুসলিমরা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই আনসারি এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

Print Friendly and PDF