প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ৯:০৩ : পূর্বাহ্ণ
মিয়ামি দ্যা ‘সিটি অব ম্যাজিক”। দেশ বিদেশী পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য এই শহর। বছরজুড়ে ১৫ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রা আর বৃষ্টিই যেন কাল হয়েছে এই নগরের। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রকোপ সেখানে। যদিও তা মোকাবিলায় কম চমক দেখায়নি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ঢাকা উত্তর সিটির প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্ব পেয়েছে মশা নিধন পর্ব।
মিয়ামিতে মশাবাহিত রোগকে বুড়ো আঙ্গুল দেখানো সাফল্যের পেছনে বড় অবদান একটি ছোট্ট ল্যাবের। এখান থেকেই নির্ণয় হয় নগরে মশার জীবনচক্র। সে অনুযায়ী নেয়া হয় এলাকা ভিত্তিক ব্যবস্থা। সারা বছর জুড়ে তারা প্রায় ৫১প্রকার মশার সম্মুখীন হয়ে থাকেন।
মিয়ামি কর্তৃপক্ষ বলছে, জরিপই তাদের সাফল্যের মূলমন্ত্র। ঢাকাকে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তারা।
ঢাকার উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এতোদিন ‘ফগিং’ বা ধোঁয়ার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছিলেন। তবে এবার জরিপ আর লার্ভিসাইডিং বা লার্ভা নির্মূলে ওষুধ ছিটানোতে মনোযোগ দিতে চান তিনি।
ডিএনসিসির মশা নিয়ন্ত্রণ টিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের মককিউটো কন্ট্রোল এসোসিয়েশনের সাথে ভিডিও কনফারেন্সের আয়োজন করার কথাও বলেন, মেয়র আতিকুল ইসলাম।