প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২২ ৮:৫৮ : পূর্বাহ্ণ
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জন।
শনিবার (১৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬৪ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৭২ জন এবং আক্রান্ত ৩৯ হাজার ৫৮৩ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু ১৫১ জন।
জার্মানিতে আক্রান্ত ৮৮ হাজার ১৮৮ জন এবং মৃত্যু ৯১ জন। ইতালিতে আক্রান্ত ৬১ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু ১৩৩ জন। জাপানে আক্রান্ত ৫৫ হাজার ২৮২ জন এবং মৃত্যু ৫৯ জন। রাশিয়ায় মৃত্যু ২৬১ জন এবং আক্রান্ত ১১ হাজার ৪৩২ জন। থাইল্যান্ডে মৃত্যু ১১৯ জন এবং আক্রান্ত ২০ হাজার ২৮৯ জন।