প্রকাশ: ৭ এপ্রিল, ২০২২ ৮:১৮ : পূর্বাহ্ণ
ট্রাফিকের দায়িত্ব পালন করার সময় হঠাৎ তেড়ে এসে পুলিশকে গুঁতো মেরে সজোরে রাস্তায় ফেলে দিল গরু। গরুর আঘাতে ওই ট্রাফিক পুলিশ সদস্য মাথায় গুরুত্বর চোট পেয়েছে। ভারতের দিল্লির একটি রাস্তায় গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পরই আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মুহূর্তেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে পার্ক করা মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ছিল গরুটি। সেখানে দৌড়ে এসে ওই পুলিশ সদস্য যান চলাচল স্বাভাবিকের জন্য চেষ্টা করেন। কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকায় গুরুটিকে খেয়াল করেননি। পেছনে গরুটি এসেই তাকে গুঁতো মেরে আকামে ছুড়ে মারে। অনেক উপর থেকে পড়ে ওই ট্রাফিক পুলিশ সদস্য মাথায় আঘাত পান। আহত পুলিশ সদস্যের নাম জ্ঞান সিং।
ভারতে গুরুর আঘাতে আহত হওয়ার ঘটনা প্রথম নয়। এর আগেও গরুর হামলায় অনেক আহত হওয়ার ঘটনা ঘটে।