চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার হজযাত্রীদের জন্য ই-রেজিস্ট্রেশন সুবিধা উন্মুক্ত করল সৌদি

প্রকাশ: ৭ জুন, ২০২২ ৫:৩০ : পূর্বাহ্ণ

চলতি মৌসুমে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার হজ যাত্রীদের জন্য ইলেকট্রনিকভাবে রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়।

একটি পোর্টালের মাধ্যমে এ সুবিধা প্রদান করবে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। শুধু তাই নয়, ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন ধরনের সেবা সমূহ এবং সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা জুড়ে থাকবে কল সাপোর্ট সুবিধা। যেখানে বিভিন্ন ভাষার মাধ্যমে সেবা প্রদান করা হবে।

গতকাল সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিক ভিসাও প্রদান করা হবে। যাতে যে কেউ দ্রুত সময়ের মধ্যে হজে আসতে পারে।

যে কোনো হজ যাত্রী www.motawif.com.sa. এই পোর্টালে প্রবেশ করে সেবাসমূহ গ্রহণ করতে পারবে।

চলতি বছর সৌদি আরবে প্রায় ১০ লাখ মানুষ হজ করতে যাবে। তবে যাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে তারা এখন থেকে আর হজে যেতে পারবে না।

এ বছর হজ যাত্রীদের জন্য বেশ কিছু নীতির কথা জানিয়েছে দেশটি। যার মধ্যে কোনো ব্যক্তিকে হজে যেতে করোনাভাইরাসের পূর্ণ টিকা দেওয়ার সনদ থাকতে হবে।

সূত্র: সৌদি গ্যাজেট

Print Friendly and PDF