চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আদর করতে খাঁচার ভেতর আঙুল ঢোকালো যুবক, ছিঁড়ে নিলো সিংহ (ভিডিও)

প্রকাশ: ২৩ মে, ২০২২ ৯:০৩ : পূর্বাহ্ণ

আদর করতে সিংহের খাঁচার ভেতর আঙুল ঢুকিয়েছিলেন চিড়িয়াখানার এক কর্মী। কিন্তু চিড়িয়াখানায় আসা দর্শকদের অবাক করে দিয়ে ওই যুবকের আঙুল ছিঁড়ে নেয় সিংহ। খবর দ্য মিররের।

ভয়ঙ্কর এই ঘটনা শুক্রবার সেন্ট এলিজাবেথের জ্যামাইকা চিড়িয়াখানায় ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী জানান, প্রথম জয়েন্ট থেকে সিংহটি তার আঙুলের পুরো উপরের অংশটি ছিঁড়ে ফেলে।

তিনি জ্যামাইকা অবজারভারকে বলেন, প্রায় ১৫ জন লোক পুরো ঘটনাটি প্রত্যক্ষ করে। ওই নারী জানান, চিড়িয়াখানার একটি সফর শেষে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিলেন ওই কর্মী।

তিনি বলেন, যখন এটি ঘটেছিল, আমি ভেবেছিলাম এটি একটি রসিকতা ছিল। আমি মনে করিনি এটি গুরুতর ছিল। আমি এর গুরুত্ব বুঝতে পারিনি, কারণ শো করা তাদের কাজ।

ওই নারী আরও বলেন, অবশ্যই, যখন তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন তখন সবাই বুঝতে পেরেছিল যে এটি গুরুতর ছিল। সবাই তখন আতঙ্কিত হতে শুরু করে।

সিংহের মুখ থেকে তার আঙুল মুক্ত করতে ওই কর্মীকে বহু চেষ্টা করতে দেখা যায়। এ সময় তিনি চিৎকার করছিলেন। পরে অবশ্য সিংহের মুখ থেকে ছাড়া পাওয়ার পর মাটিতে পড়ে যান তিনি।

https://twitter.com/i/status/1528082220547809281

Print Friendly and PDF