চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে মানব কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ৮ এপ্রিল, ২০২২ ৮:৩৯ : পূর্বাহ্ণ

ঢাকার নবাবগঞ্জে ২০২২ সালের পহেলা মার্চ মানব সেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় সেবামূলক সংগঠন ‘মানব কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠন’ ।
প্রতিষ্ঠালঘ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে ৩৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বারুয়াখালী এলাকা থেকে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
পরে প্রতিনিধিরা বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের ৩৩০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনটির সদস্যরা জানান, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাদের এ পথচলা। মানুষের সেবায় নিয়মিত কাজ করছেন তারা। তাদের পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রবাসীরাও। ইফতার সামগ্রী ছাড়াও তারা ঈদের আগে অসহায় পরিবারগুলোকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি সহ নতুন জামা কাপড় পৌঁছে দেন।
ইফতার সামগ্রী বিতরণ কালে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF