চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আবারও লিটারে ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

প্রকাশ: ১০ জুন, ২০২২ ৩:৪১ : অপরাহ্ণ

এক মাস পার হতে না হতেই আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন দামে আরও সাত টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ২০৫ টাকায়।

বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা।

এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। সে সময় ৫ লিটারের বোতলের দাম ছিল ৯৮৫ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৮০ টাকা।

Print Friendly and PDF