চট্টগ্রাম, বুধবার, ৩১ মে ২০২৩ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: ১ আগস্ট, ২০২২ ১:১২ : অপরাহ্ণ

মুজাম্মেল হোসেন মল্লিক, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পূর্ব কাছিয়াড়া গ্রামে ৮বছরের শিশুকে ধর্ষনণের অভিযোগে রিয়াজ(২৬)কে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। শিশু ধর্ষণের খবর পেয়ে থানার এসআই রুবেল ফরাজী অভিযুক্ত আটক করা থানায় নিয়ে যায়।

৩১ জুলাই রোববার শেষ বিকেলে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের কাছে এঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর শিক্ষার্থী। অন্যান্য দিনের আজ সে বিকেলে প্রাইভেট পড়ে বাড়ী ফিরতে দেরী হলে আমরা খোজাঁ শুরু করি। একপর্যায়ে তার পিতা তাকে কান্নাজনিত অবস্থায় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে বের হতে দেখে, পরে কান্নার কারন জানতে চাইলে সে জানায় রিয়াজ তাকে এখানে জোর করে ডেকে নিয়ে পড়নের পোশাক খুলে ফেলে।

এরপর ধর্ষণের আলামত পরিলক্ষিত হলে আমরা থানায় খবর দেই। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যাবস্তা প্রক্রিযাধীন রয়েছে।

Print Friendly and PDF