চট্টগ্রাম নগরীতে একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করছে র্যাব।আটক তিনজন হলেন, মো.রনি (৩৫), মো. সোহেল (৩৫) ও মো. আষাঢ় (১৯)।
রোববার সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান খান বিষয়টি জানিয়েছেন
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by Ctgtimes (Pvt.) Limited